অভ্র দিয়ে বাংলা লেখা

0

Category :

  • অভ্র কীবোর্ড সফটওয়্যার ইউনিকোডনির্ভর একটি ফ্রীওয়্যার বা ফ্রী সফটওয়্যার। অর্থাৎ,এটাবিনামূল্যেব্যবহার ও বিতরণ করা যায়।কীবোর্ড আপগ্রেড হলে নতুন ভার্শনও বিনামূল্যে ডাউনলোড করা যায়।
  • অভ্রর standard edition কম্পিউটারে ইন্সটল করে ব্যবহার করা যায়। আবার portable edition ইন্সটল না করে USB দিয়ে বহন ও ব্যবহার করা যায়। এই পোর্টেবল ভার্শনের সাথে বাংলা ফন্টও দেওয়া আছে। ফলে যেকোনো কম্পিউটারে যেকোনো সময়ে অভ্র কীবোর্ড সফটওয়্যার ব্যবহার করা যায়।
  • অভ্র দিয়ে ফোনেটিকে বাংলা লেখা যায়। অর্থাৎ এর কীবোর্ড লেআউট মূলত ধ্বনিনির্ভর। যেমন- k চাপলে ক, h চাপলে হ, ইত্যাদি। তাই কীবোর্ড লেআউট মুখস্থ রাখার প্রয়োজন নেই।
কিছু উদাহরণ:
আমরা
= amora
কর্তৃপক্ষ
= korrtrripokkho
যাত্রা
= zatra
প্রণালী
= proNalI [I=capital i]
সহজ
= sohoj
মন্ত্রণালয়
= montroNaloy
ধরন
= dhoron
ব্যবস্থা
= byabostha
শুরু
= shuru
প্রকৌশলী
= prokOUsholI
শ্রদ্ধা
= shroddha
দ্বারা
= dwara
কৃতজ্ঞতা
= krritoggota
সাক্ষাৎ
= sakkhat``
চাঁদ
= cha^d
আহ্বান
= ahwan

  • অভ্র রান করার পরে টপবারে কীবোর্ড আইকনে ক্লিক করলেই সম্পূর্ণ লেআউট দেখে নেওয়া যাবে।
  • টাইপ করার সময় পাশে প্রিভিউ এবং বানানের সাজেশন দেখার সুযোগ আছে।
  • ডিফল্ট ফন্ট (Vrinda) বদলে নিতে টপবারের Settings>Font fixer-এ গিয়ে পছন্দসই পেশাদার ফন্ট (সুতন্বী, সোলায়মানলিপি, আদর্শলিপি, কালপুরুষ ইত্যাদি) সেট করে নেওয়া যাবে।
  • অভ্র কীবোর্ডের স্ট্যান্ডার্ড ও পোর্টেবল সংস্করণ এবং প্রয়োজনীয় ফন্ট অমিক্রনল্যাবের ওয়েবসাইটে (http://www.omicronlab.com/) পাওয়া যাবে।
  • ফিক্সড কীবোর্ডে অভ্যস্তরা কীবোর্ড লেআউটের তালিকা থেকে জাতীয় কীবোর্ড বেছে ব্যবহার করতে পারেন।

[এই লেখাটি Avro Keyboard 5.1 ব্যবহার করে Avro Phonetic লেআউট দিয়ে করা।]