বানান: http://www.sachalayatan.com/ishshire/44778

0

Category :

 ঠিক বানানগুলো তুলে দিলাম-

কি না
ধরন
কোনা
হাঁটতে
দোনোমনো
আলোজ্বলা
বিস্কুটরঙা
পারছে না, করে নাই, হয় না, পারব না, পারছিল না, থাকবে না, করল না, পারে নাই, পেল না, পারছি না, পারবে না, ছিলো না, পারব না, হয় না
নাস্তাসহ
ততক্ষণে
কাপড়গুলো
কোনোরকমে
ব্যবহার
এরা কি বিখ্যাত কেউ কি না
কোনা
উহুঁ
কোথায় কী খেয়ে এসেছ
জোর করে
অস্বস্তি
না তো, ওরা তো, লিখেছ তো
ঊনিশ
এক চুমুক
পটভূমি

অভ্র দিয়ে বাংলা লেখা

0

Category :

  • অভ্র কীবোর্ড সফটওয়্যার ইউনিকোডনির্ভর একটি ফ্রীওয়্যার বা ফ্রী সফটওয়্যার। অর্থাৎ,এটাবিনামূল্যেব্যবহার ও বিতরণ করা যায়।কীবোর্ড আপগ্রেড হলে নতুন ভার্শনও বিনামূল্যে ডাউনলোড করা যায়।
  • অভ্রর standard edition কম্পিউটারে ইন্সটল করে ব্যবহার করা যায়। আবার portable edition ইন্সটল না করে USB দিয়ে বহন ও ব্যবহার করা যায়। এই পোর্টেবল ভার্শনের সাথে বাংলা ফন্টও দেওয়া আছে। ফলে যেকোনো কম্পিউটারে যেকোনো সময়ে অভ্র কীবোর্ড সফটওয়্যার ব্যবহার করা যায়।
  • অভ্র দিয়ে ফোনেটিকে বাংলা লেখা যায়। অর্থাৎ এর কীবোর্ড লেআউট মূলত ধ্বনিনির্ভর। যেমন- k চাপলে ক, h চাপলে হ, ইত্যাদি। তাই কীবোর্ড লেআউট মুখস্থ রাখার প্রয়োজন নেই।
কিছু উদাহরণ:
আমরা
= amora
কর্তৃপক্ষ
= korrtrripokkho
যাত্রা
= zatra
প্রণালী
= proNalI [I=capital i]
সহজ
= sohoj
মন্ত্রণালয়
= montroNaloy
ধরন
= dhoron
ব্যবস্থা
= byabostha
শুরু
= shuru
প্রকৌশলী
= prokOUsholI
শ্রদ্ধা
= shroddha
দ্বারা
= dwara
কৃতজ্ঞতা
= krritoggota
সাক্ষাৎ
= sakkhat``
চাঁদ
= cha^d
আহ্বান
= ahwan

  • অভ্র রান করার পরে টপবারে কীবোর্ড আইকনে ক্লিক করলেই সম্পূর্ণ লেআউট দেখে নেওয়া যাবে।
  • টাইপ করার সময় পাশে প্রিভিউ এবং বানানের সাজেশন দেখার সুযোগ আছে।
  • ডিফল্ট ফন্ট (Vrinda) বদলে নিতে টপবারের Settings>Font fixer-এ গিয়ে পছন্দসই পেশাদার ফন্ট (সুতন্বী, সোলায়মানলিপি, আদর্শলিপি, কালপুরুষ ইত্যাদি) সেট করে নেওয়া যাবে।
  • অভ্র কীবোর্ডের স্ট্যান্ডার্ড ও পোর্টেবল সংস্করণ এবং প্রয়োজনীয় ফন্ট অমিক্রনল্যাবের ওয়েবসাইটে (http://www.omicronlab.com/) পাওয়া যাবে।
  • ফিক্সড কীবোর্ডে অভ্যস্তরা কীবোর্ড লেআউটের তালিকা থেকে জাতীয় কীবোর্ড বেছে ব্যবহার করতে পারেন।

[এই লেখাটি Avro Keyboard 5.1 ব্যবহার করে Avro Phonetic লেআউট দিয়ে করা।]